Monday, October 7

আগামী নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে: নাসিম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বিএনপির কোনো দাবি-দাওয়া থাকলে সংসদে এসে তা উত্থাপন করতে হবে। কোন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আজ সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সাথে পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনারা নির্বাচন বর্জন ও প্রতিহত করার যে হুমকি দিচ্ছেন, তা গণতান্ত্রিক ভাষা নয়। আপনারা নির্বাচন কী কারণে প্রতিহত করবেন? কারণ একটাই আপনারা ৭১’এর ঘাতকদের বাঁচাতে চান। তাদের রক্ষা করার জন্যই আপনারা হুমকি দিচ্ছেন। তিনি বলেন, নির্বাচনে আমাদের এজেন্ডা ছিল, ৭১’ এর ঘাতকদের বিচার করা, আমরা সেটা করেছি। তাদের সর্বোচ্চ নেতাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি। আর বিএনপি-জামায়াত মাঠে থেকে সেটা প্রতিহত করতে চায়। এখন তারা যদি নির্বাচন প্রতিহত করার চিন্তা করে থাকেন তাহলে সেটা ভুল হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়