ঢাকা : বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণার জন্য ৫ নভেম্বর নতুন দিন ঠিক করেছে আদালত।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান রায়ের এ দিন ঠিক করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আসামিপক্ষের আইনজীবী শামিম সর্দার এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ অক্টোবর ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের জন্য ৩০ অক্টোবর ঠিক করেন।
দেশের ফৌজদারি অপরাধের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিযুক্তের মামলা পিলখানা হত্যা মামলার বিচারকাজ শেষ করতে সময় লেগেছে ২৩২ কার্যদিবস।
উল্লেখ, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ নিহত হয় ৭৪ জন। এরইমধ্যে বিজিবি আইনে বিদ্রোহের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হয়েছে। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার হচ্ছে প্রচলিত আইনে।---ডিনিউজ
আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান রায়ের এ দিন ঠিক করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আসামিপক্ষের আইনজীবী শামিম সর্দার এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ অক্টোবর ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের জন্য ৩০ অক্টোবর ঠিক করেন।
দেশের ফৌজদারি অপরাধের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিযুক্তের মামলা পিলখানা হত্যা মামলার বিচারকাজ শেষ করতে সময় লেগেছে ২৩২ কার্যদিবস।
উল্লেখ, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ নিহত হয় ৭৪ জন। এরইমধ্যে বিজিবি আইনে বিদ্রোহের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হয়েছে। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার হচ্ছে প্রচলিত আইনে।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়