Monday, October 7

শেরপুরে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

শেরপুর: সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেরপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, মা সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। স্থানীয় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের উপাধ্যক্ষ নাসরিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচারক মো. সামছুল আলম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃঞ্চ বসু, জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক আসলাম আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিশু একাডেমীর ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ নাচ-গান কবিতা আবৃত্তি ও ছড়া পরিবেশনের মধ্য দিয়ে  শেষ হয় সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়