এই আসনের বর্তমান সাংসদ তোফায়েল আহম্মেদ গত ২ বছর আগেই ভোলা-১(সদর) আসন থেকে নির্বাচন করার ঘোষনা দিলে তৈরি হয় এই প্রার্থী সংকট।
ভোলা-২ আসনের আ’লীগ নেতা কর্মীদের সাথে কথা জানা গেছে এ তথ্য। তাছাড়া এই আসনে আগ্রহী প্রার্থী হয়ে ইতোমধ্যে এলাকায় শুভেচ্ছ পোষ্টার সাটিয়েছেন, ঢাকা মহানগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের খান, ঢাকা মহানগর সেচ্ছাসেবক লীগ’র যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, ব্যবসায়ী হামীম আহম্মেদ তুহিন চৌধুরী।
স্থানীয় আওয়ামী নেতা কর্মীরা আমাদের সময়কে জানান, বাংলাদেশের জম্ম থেকে এই আসনে প্রার্থী ছিলেন তোফায়েল আহম্মেদ। যে কারনে কোন দ্বিতীয় ব্যাক্তি এখান থেকে নির্বাচন করার চিন্তাও করেনি। এবার তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার ঘোষনা দিলে ভোলা-২ আসনটি মূলত প্রার্থী শূণ্য হয়ে পড়ে। তবে নেতা কর্মীরা এখনো আশাবাদী তোফায়েল আহম্মেদ এই আসন থেকেই নির্বাচন করেবেন।
নেতা কর্মীরা প্রার্থী সংকটের কথা বললেও এটা মানতে নারাজ নবাগত মুখগুলো। এদের মধ্যে কাদের খান বলেন, তোফায়েল আহম্মেদ অপেক্ষা অন্য প্রার্থীরা তার মত শক্তিশালী নয়। তবে প্রার্থীর কোন সংকট নেই। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি আওয়ামীলীগকে সংসদ সদস্য পদ উপহার দেব।
অন্য দিকে একক প্রার্থী থাকায় অনেক সুবিধা জনক অবস্থানে রয়েছে বিএনপি। মামলা তান্ত্রীক জটিলতা না থাকলে এই আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম প্রার্থী হবেন এই আসনে। তবে আইনি জটিলতা থাকলে জোটের শরিক বিজেপি নেতা নাজিউর রহমান মঞ্জু তনয় আশিকুর রহমান শান্ত নির্বাচন করবেন বলে জানায় দলটির বিশ্বস্ত সূত্র।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়