Friday, October 25

প্রধানমন্ত্রী যেকোন সময় বিরোধী দলীয় নেত্রীকে ফোন দেবেন: তথ্যমন্ত্রী


ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন সময় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন দেবেন। শুক্রবার এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করবেন। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হবে।
 
গত ১৮ অক্টোবর শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়ে প্রধান বিরোধী দল বিএনপির কাছে তাদের প্রতিনিধিদের নাম আহ্বান করেন প্রধানমন্ত্রী।
 
এ প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি। ইতোমধ্যেই জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে বৈঠক হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকসহ বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী জানিয়ে আসছিলেন, তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও আলোচনায় বসবেন। এ আলোচনার আহ্বান জানিয়ে খালেদাকে সরাসরি ফোনও দেবেন।  --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়