ঢাকা : আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কটের মুখে দেশকে ঠেলে দেয়ার জন্য দুই প্রধান রাজনৈতিক দলকে দায়ী করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
দেশের স্বার্থে তাদের নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেয়ার আহ্বানও জানিয়েছেন দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে থাকা বামপন্থী এই দলটির নেতা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেলিম বলেন, “দেশকে শুধু দুটি বড় দলের খামখেয়ালির হাতে জিম্মি হতে দেয়া যায় না।
“গ্রহণযোগ্য নির্বাচন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার বিষয়টি শুধু আওয়ামী লীগ ও বিএনপির ইস্যু নয়।”
তত্ত্বাবধায়ক ইস্যুতে তিনি আওয়ামী লীগকে ছাড় দেয়ার আহ্বান জানান। পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন ঘিরে দেশে চলমান পরিস্থিতি ও নিজেদের অবস্থান তুলে ধরে সিপিবি ও বাসদের যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সেলিম।
মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানও ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, “সিপিবি ও বাসদ মনে করে, দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রচলিত নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করে ‘ভোটের অনুপাতে আসন সংখ্যা’ তথা ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব’ ব্যবস্থা চালু করা প্রয়োজন।”
কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এমন বিতর্কের অবসানে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি অনুসরণের পক্ষে মত জানিয়েছে দল দুটি।
সংবাদ সম্মেলনে ২৬ অক্টোবর সারাদেশে বিক্ষোভের কর্মসূচিও দেয় সিপিবি-বাসদ।
সেলিম বলেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ হওয়ার কথা ছিল। ২/৩ সপ্তাহ আগে দুই দলের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমাবেশটি পালনের জন্য অনুমতি চাওয়ার পরও কোনো ধরনের সাড়া মেলেনি।
এই কারণে বিক্ষোভের কর্মসূচি দিয়ে ঢাকায় সমাবেশে নিষেধাজ্ঞার সমালোচনাও করেছেন সিপিবি-বাসদের নেতারা।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়