রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুর সহিংস ঘটনা সুষ্টু তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের বদলি আদেশ প্রত্যাহারে দাবীতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রাদায় রোববার বেলা ২ টায় চৌমুহনী বাস ষ্টেশন চত্বরে মানব বন্ধন করেছে। এতে বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবসিক প্রধান, বিশিষ্ট লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষু, বৌদ্ধ ঐক্য ও কল্যান পরিষদের নেতা অলক বড়–য়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক দর্পণ বড়–য়া, নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যাপক নিলোৎপল বড়–য়া, বৌদ্ধ সমিতি যুব সভাপতি স্বপন বড়–য়া মেম্বার, বিপুল বড়–য়া আব্বু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, রামু কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি রজত বড়–য়া রিকু, বৌদ্ধ যুব নেতা ঝন্টু বড়–য়া, সুরেশ বড়–য়া বাঙ্গালী প্রমুখ।
রামু কেন্দ্রীয় বিহারের আবসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন রামুর সহিংস ঘটনার দায়েরকতৃ ৮টি মামলার সুষ্টু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিদের অযথা হয়রানী বন্ধের স্বার্থে সৎ ও দক্ষ অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।
উল্লেখ যে, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়