Saturday, September 14

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিশ্চিত করছে বান কি মুন

ঢাকা : জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সোমবার সংস্থার বিশেষজ্ঞরা যে প্রতিবেদন প্রকাশ করবেন তাতে গত ২১ আগষ্ট দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ থাকার কথা উল্লেখ থাকার কথা রয়েছে।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায় নিতে সত্যিকার অর্থেই সিরিয়ার সরকারকে নিতে হবে তা উল্লেখ করেন নি বান কি মু। 

তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় যে, ২১ আগষ্টের রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায় নিতে হবে প্রেসিডেন্ট বাশার আসাদকে । তবে এখানে বান কি মুন স্পষ্ট করে বলেন নি যে, সিরিয়ার সেনাবাহিনী ২১ আগষ্ট রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।

ফ্রান্স ২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরো বলেন, সিরিয়া সংক্রান্ত জেনেভা-২ শান্তি সম্মেলনে অক্টবর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়