রাবি: প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনার ৬৭ তম জন্ম দিন উপলক্ষ্যে আনন্দ্য র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার বেলা ১২টার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী তার এ কর্মসূচি পালন করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কাজলা গেটে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেডুসরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম. মিজানুর রহমান রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল, ফিরোজ সরকার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মীর ইশতিয়ার আহমেদ, অর্নাজামানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
উল্লেখ্য বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে(২৮ সেপ্টেম্বর ) গোপালগন্জের মধুমতি নদী তীরবর্তি প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন। তার ডাক নাম হাসু। তিনি বর্তমানে জাতিসংষ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্তান করছেন।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়