Monday, November 17

শিক্ষক খুন: ১১ জনের ১০ দিনের রিমান্ড আবেদন


রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামায়াত নিয়ন্ত্রিত বিনোদপুর এলাকার ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, ওই কলেজের শিক্ষক ফজলুল হকও রয়েছেন। সোমবার বিকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়ে রাজশাহী মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি হতে পারে বলে মতিহার থানার ওসি ও এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন। তিনি জানান, আটক ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার বাকিরা হলেন- চৌদ্দপাই এলাকার পল্লী চিকিৎসক মোশারফ হোসেন, আব্দুল্লাহ আল মাহামুদ, মশিউর রহমান, হাসিবুর রহমান, জিন্নত আলী, সাইফুদ্দিন, রেজাউল করিম, সাগর ও আরিফ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পূর্ব দিকে বিনোদপুর ছাড়িয়ে চৌদ্দপাই এলাকায় বাসায় ফেরার পথে শনিবার দুর্বৃত্তের হামলায় নিহত হন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল। হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে আটক করা হয় বলে ওসি আলমগীর জানিয়েছেন। তিনি বলেন, এদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রথম দফায় ১১ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়