কানিউজ ডেস্ক : চট্টগ্রামের আলোচিত ৫৮ লাখ ঘুষের টাকা উদ্ধারের পর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় ঘুষ ঠেকাতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামরা বসানো হয়েছে। গত সপ্তাহে উদ্ধার হওয়া বস্তাভর্তি এই ঘুষের টাকা এলএ শাখার এক প্রভাবশালী সার্ভেয়ারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছিলেন টাকাসহ আটক মোহাম্মদ ইলিয়াছ।
এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এলএ শাখায় লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর এই রমরমা বাণিজ্যের সঙ্গে জড়িতদের গণবদলি করা হয়। সবশেষ এই শাখায় ঘুষ ঠেকাতে সংযোজন করা হয়েছে ছয়টি সিসি ক্যামরা। সোমবার থেকে এসব সিসি ক্যামরায় এলএ শাখার সার্বক্ষণিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ডিনিউজকে জানান, দাফতরিক কার্যক্রমে যে কোন ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, বহিরাগতদের আনাগোনাসহ নানা অনিয়ম ঠেকাতে এলএ শাখায় ছয়টি অতিরিক্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের এলএ শাখার ভূমি হুকুম দখল কর্মকর্তা-১ তোফাজ্জল হোসেন ডিনিউজকে জানান, এলএ শাখায় অনিয়ম, বিশৃঙ্খলা এবং বহিরাগতদের অপতৎপড়তা ঠেকাতে ছয়টি সিসি ক্যামরা বসানো হয়েছে। এই সিসি ক্যামরার মাধ্যমে জেলা প্রশাসক নিজে অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলএ শাখার সার্বক্ষণিক সব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
অপরদিকে উদ্ধার হওয়ার ৫৮ লাখ টাকার উৎস ও গন্তব্যের খোঁজে তদন্ত ও অনুসন্ধান চালাচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন। টাকা উদ্ধারের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান তিনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়