Wednesday, September 11

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে প্রতিদিন নদীর তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ৫ টি উপজেলার অন্তত ৩০ ইউনিয়ন আকস্মিক বন্যার পানিতে প্লাবিত হয়েছে।  ঘর-বাড়িতে পানি উঠায় মানুষের দুর্ভোগ বাড়লেও শুরু হয়নি সরকারী ভাবে  ত্রান কার্যক্রম। 

গত কয়েক দিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তি সিরাজগঞ্জ সদর, কাজিপুর, চৌহালী, শাহজাদপুর ও তাড়াশ উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সহ অন্তত ৩০টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কাজিপুর উপজেলার মাইজবাড়ী বন্যা নিয়ন্ত্রন বাঁধের খোলা অংশ দিয়ে পানি প্রবেশ করায় ঢেকুরিয়া হাট, বিরচতল,মাইজবাড়ী সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আর ঘর বাড়ীতে পানি উঠে পড়ায় এসব এলাকার মানুষ বন্যা নিয়ন্ত্রন বাঁধে ও উঁচু জায়গায় আশ্চয় নিয়েছে। তবে বন্যাকবলিত এসব মানুষের জন্য এখনো সরকারী বেসরবারী ভাবে শুরু হয়নি ত্রান বিতরন কার্যক্রম। ফলে দূর্ভোগে পোহাতে হচ্ছে বন্যাকালিত মানুষদের।  বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এ সব এলাকার প্রায় ২”শ হেক্টর জমির রোপা আমন ধান, মাশকালাই শাকসব্জি সহ অন্যান্য ফসল।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়