Monday, September 23

সাম্প্রদায়িক দাঙ্গা ভারতীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মনমোহন

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সাম্প্রদায়িক দাঙ্গাকে দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। ভারতের জাতীয় সংহতি পরিষদ বা এনআইসি’র বৈঠক উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

উত্তর প্রদেশের মুজাফফরনগরে মুসলিম-বিরোধী দাঙ্গার পর অনুষ্ঠিত এনআইসি’র এ বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন ড. মনমোহন।

একজন মুসলিম মহিলাকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় অন্তত ৫০ ব্যক্তি নিহত এবং কোটি কোটি রুপির সম্পদ বিনষ্ট হয়েছে। এছাড়া, ৪০ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে দুর্বিষহ দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।  

মনমোহন বলেন, ভারতের দেশ বিরোধী শক্তিগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিতে সক্ষম হয়েছে এবং এসব শক্তি ভারতের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তিনি কঠোর হাতে এ শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান। সাম্প্রদায়িক উত্তেজনা নিরসনে সরকারি কর্মকর্তাদের কোনো অবহেলা ভারত সরকার সহ্য করবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মনমোহন সিং।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়