Monday, September 23

তালেবানের সঙ্গে আলোচনা নয়

ঢাকা : পেশোয়ারের অল সেইন্টস গির্জায় আত্মঘাতীয় বোমা হামলার কয়েক ঘন্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তালেবানের সঙ্গে আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে যোগ দেয়ার পথে লন্ডন পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওয়াজ এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের পক্ষে তালেবানদের সঙ্গে প্রস্তাবিত সংলাপ নিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়।

পাক সরকার যে উদ্দেশ্যে এ সংলাপের প্রস্তাব দিয়েছিল এবং এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের সমর্থনও লাভ করেছিল।

তবে পেশোয়ারের গির্জায় বোমা হামলার মতো ঘটনাকে সংলাপের জন্য মোটেও শুভ হিসেবে বিবেচনা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষে সংলাপের পরিকল্পনা নিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ জাতীয় হামলা যারা চালিয়েছে তাদেরকে তিনি পাকিস্তান ও ইসলামের শত্রু হিসেবে অভিহিত করেন।


তিনি আরো বলেন, সব পক্ষের সঙ্গে আলাপের ভিত্তিতে পাকিস্তানের উগ্রবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হব। একই সঙ্গে পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন নওয়াজ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়