Wednesday, September 18

ভিয়েনায় ইরান-আইএইএ আলোচনা ফলপ্রসূ : সালেহি

ঢাকা : ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র ৫৭তম সাধারণ সম্মেলনের অবকাশে আমানোর সঙ্গে এ আলোচনা করেছেন সালেহি।

আলোচনার সময় সালেহি আশা প্রকাশ করেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বাকি ইস্যুগুলো আইএইএ’র সঙ্গে তেহরানের আসন্ন আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ভিয়েনায় চলতি মাসের ২৭ তারিখে আইএইএ এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়