Sunday, August 25

কানাইঘাটে কলেজ ছাত্রের উপর হামলার আসামী রূপা মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
 গত ১৮ আগস্ট কানাইঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুহেল আহমদ (১৮) কলেজ থেকে কাস শেষে কানাইঘাট বাজারে ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহতের মামলার এজাহারভুক্ত আসামী এখলাছুর রহমান রূপা মিয়া (৩০) কে কানাইঘাট থানা পুলিশ আজ গ্রেফতার করেছে। পৌরসভার নন্দিরাই গ্রামের গোলাম খালেকের পুত্র গ্রেফতারকৃত এখলাছুর রহমান রূপার বিরুদ্ধে কানাইঘাট থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সে কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের প্রাণ নাশের মামলার চার্জশীট ভুক্ত আসামী। এছাড়া পুলিশেল উপর হামলার দায়ে তার বিরুদ্ধে থানায় দু’টি এসল্ট মামলাসহ আদালতে তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।  মামলার এজাহারে জানা যায়, গত ১৮আগস্ট বেলা ১টার দিকে কলেজে কাস শেষে পৌরসভার নয়াখলা গ্রামের প্রবাসী আব্দুন নুরের পুত্র সুহেল আহমদ বাজারে ফেরার পথে নন্দিরাই গ্রামের সাহাব উদ্দিনের দোকানের পাশে ধারালো অস্ত্র, লোহার রড, হটি স্ট্রীক নিয়ে গ্রেফতারকৃত রূপা মিয়া ও তার মামাতো ভাই আব্দুল কাদির সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন ফিল্মি স্টাইলে হত্যার উদ্দেশ্যে সুহেলের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আশংকা জনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আত্মীয় স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ রূপা মিয়া কানাইঘাট থানার সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় থানার এস.আই বশির আহমদ তাঁকে গ্রেফতার করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়