Tuesday, August 27

যশোর এমএম কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ


যশোর: যশোরে টানটান উত্তেজনা মধ্যে দিয়ে সরকারি এমএম কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের কলা ভবনের দ্বিতীয় তলায় কর্মী সভার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল।
কর্মী সভাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দু’টি গ্রুপের সরব উপস্থিতির কারণে টান টান উত্তেজনা থাকলেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়। 
কর্মী সভার দ্বিতীয় পর্বে জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি চৌধুরী নাজমুল হুদা সাগর, সহ-সাধারণ সম্পাদক শাহবুদ্দিন মুন্না ও মাসুদ পারভেজ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান রনি, সদস্য রাজিবুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল হক শিমুল। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়