Tuesday, August 27

জয়দেবপুরের অপহৃত কিশোর সজীবকে নরসিংদী থেকে উদ্ধার


নরসিংদী: অপহরণের ৩ দিন পর জয়দেবপুরের অপহৃত কিশোর সজীবকে নরসিংদীর ভেলানগর থেকে উদ্ধার করা হয়েছে।  সোমবার নরসিংদীর সিআইডি পুলিশ তাকে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। 
জানা গেছে, গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার পশ্চিম ডগরী গ্রামের আবুল কাশেমের পুত্র সজীবকে একদল অপহরনকারী নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে অপহরন করে নিয়ে যায়। পরে অপহরনকারীরা সজীবের মুক্তিপন বাবদ তার পিতা-মাতার কাছে ৩০ লাখ টাকা দাবী করে। এ ঘটনার পরিপেক্ষিতে তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে জয়দেবপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করে। এই অপহরন মামলার গ্রেফতারী পরোয়ানা পাঠানো হয় নরসিংদীসহ বিভিন্ন থানায়। প্রাপ্ত পরোয়ানা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সিআইডি পুলিশ ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কিশোর সজীবকে অপহরনকারীদের হাত থেকে উদ্ধার করে। তবে কোন অপহরনকারীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা সজীবকে ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সজীবকে তার পিতামাতার কাছে পাঠিয়েছে বলে সিআইডি পুলিশ জানিয়েছে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়