Tuesday, August 20

সুনেত্র গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ চালাবে বাপেক্স


মোহনগঞ্জ (নেত্রকোনা): শুষ্ক মৌসুমে নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার মধ্যবর্তী সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকায় তৃতীয় মাত্রার ভূকম্পন জরিপ (থ্রি-ডি সাইসমিক) চালাবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। তবে এ জরিপ কাজ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করা হবে বলে বাপেক্স ত্রিমাত্রিক সিসমিক চীফ কর্মকর্তা মোঃ মেহেরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, সুনেত্র গ্যাসক্ষেত্রে ২৬০ বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপ কাজ চালানো হবে। গ্যাস উন্নয়ন তহবিল হতে এর ব্যয় নির্বাহ করা হবে। বাপেক্স এরই মধ্যে একটি প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করলে তা পেট্রোবাংলার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, হাওরের পানি কমার সাথে সাথেই ত্রিমাত্রিক জরিপ কাজ শুরু করলে অন্তত ৩ মাস সময় লাগবে। তবে তারা চেষ্টা করবেন এর চেয়ে কম সময়ের মধ্যেই দ্রুত কাজটি শেষ করতে। উল্লেখ্য, এর আগে সুনেত্র গ্যাসক্ষেত্রে দ্বিমাত্রিক (টু-ডি) জরিপের পর ১ নং অনুসন্ধান কূপ খনন করে গ্যাস পায়নি বাপেক্স।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়