Tuesday, August 20

৫ মাস পর ঘোড়শালের পলাশ ইউরিয়া সারকারখানায় উৎপাদন শুরু


নরসিংদী: প্রায় ৫ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ঘোড়াশালের পলাশ ইউরিয়া সারকারখানা উৎপাদন শুরু করা হয়েছে। গত ১৩ আগস্ট গ্যাস সংযোগ স্থাপন করার পর দীর্ঘ এক সপ্তাহব্যপী মেইনটেইনেন্স কাজ শেষে গত সোমবার রাতে কারখানাটি মেশিনপত্র চালু করা হয়। গতকাল মঙ্গলবার রাত থেকে দৈনিক ৩শত মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানাটিতে নতুন করে উৎপাদন শুরু করার কথা রয়েছে। ইতোমধ্যেই কারখানার প্রায় ৫শত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছে বলে জানা গেছে।  
কারখানা সূত্রে জানা গেছে, জাতীয় গ্রীড লাইনে গ্যাসের চাপ কমে যাবার কারনে সরকার সৃষ্ট গ্যাস সংকট দূরীকরনে গত ১ এপ্রিল এই ইউরিয়া সার কারখানাটি বন্ধ করে দেয় সরকার। সাথে সাথে গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এতে গত ৪ মাস ২২ দিনে মিলটিতে ৪২ হাজার ৬শত মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ঘাটতি হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। এই ঘাটতি পূরণ করার জন্য সরকারকে বিদেশ থেকে উচ্চ মূল্যে সার আমদানী করতে হয়েছে। মিলের একজন সিবিএ নেতা জানিয়েছেন, মিল বন্ধ করে সার উৎপাদন বন্ধ রেখেও গ্যাসের চাপ তেমন বৃদ্ধি করা যায়নি। সরকারেরও কোন লাভ হয়নি। উপরন্তু মিল বন্ধ রাখার কারনে সরকারের জনপ্রিয়তা কমেছে। পাশাপাশি বাড়তি মূল্যে বিদেশ থেকে সার আমদানী করে মূল্যবান বৈদেশীক মুদ্রার অপচয় ঘটানো হয়েছে। এছাড়া মিলটি দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে মিলের মূল্যবান মেশিনপত্রে ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। এভাবে ঘন ঘন কারখানা বন্ধ রাখা হলে কারখানার আয়ূষ্কাল কমে যাবে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়