Sunday, August 4

প্রেসিডেন্ট রুহানির শপথ গ্রহণ

ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানী রোববার সংসদে শপথ নিতে যাচ্ছেন। পশ্চিমাদের নিষেধাঞ্জার ভেতরেও স্বাচ্ছন্দে কাজ করবেন বলে শপথের পরই দায়িত্ব ভার গ্রহণ করবেন রুহানি।
এর আগে রীতি মোতাবেক শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর অনুমোদন গ্রহণ করেন রুহানি। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রুহানিকে অনুমোদন দেয়া হয়।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাদের আশা ৬৪ বছর বয়স্ক এই নেতার শপথের মধ্য দিয়ে ইরানের দীর্ঘদিনের পরমাণু ইস্যুর বিষয়ে মীমাংসা হবে। সেই সাথে রাষ্ট্রীয় পরিকাঠামোতেও সংস্কার আনা হবে।
ড. হাসান রুহানির ইরানের জাতীয় সংসদ মজলিশে শুরায় শপথ অনুষ্ঠানে বিশ্বের ৬০টি দেশ অংশ নিচ্ছে। তবে শপথ অনুষ্ঠানে আমেরিকা ও ইসরাইলকে আমন্ত্রণ জানানো হয়নি।
গত ১৪ জুন ইরানে ১১তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী ছিলেন সাতজন। ড. হাসান রুহানি ৫০.৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়