Tuesday, August 27

হাসপাতাল ছাড়লেন সোনিয়া গান্ধী

ঢাকা: লোকসভায় খাদ্য সুরক্ষা বিল নিয়ে আলোচনা চলার সময় সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের কংগ্রেস দলীয় নেত্রী সোনিয়া গান্ধী। তাকে দিল্লির এআইআইএমস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকলেও পরে তাকে ছাড়পত্র দেয়া হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী। সেখানে তার স্বাস্থের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

এদিকে হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়ার সঙ্গে দেখা করেন। এসময় তিনি সোনিয়ার সুস্থতা কামনা করেন।

এর আগে দীর্ঘ ৯ ঘণ্টার আলোচনার পর দেশটির লোকসভায় খাদ্য সুরক্ষা বিল পাস হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৬৭ শতাংশ ভারতীয়কে ১.২৫ টাকায় রেশন দেওয়ার স্বপ্ন দেখিয়েছে মনমোহন সরকার। এ নিয়ে আলোচনায় অংশ নেন সোনিয়া গান্ধীও।

তিনি বলেন, ‘সবাইকে খাদ্য নিরাপত্তা দিতে পারে ভারত। সারা দুনিয়াকে এই বার্তাটা দেওয়ার ঐতিহাসিক মুহূর্তটা এসেছে।’

সাধারণত লোকসভায় খুব একটা বলতে দেখা যায় না কংগ্রেস সভানেত্রীকে। কিন্তু সোমবার হিন্দি, ইংরেজি মিশিয়ে তিনি নিজের বক্তব্য দেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়