Tuesday, August 27

সিরিয়ায় রাসায়নিক হামলার কোন প্রমাণ নেই: ক্যামেরনকে পুতিন

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃটিশ প্রধামন্ত্রী ডেভিড ক্যামেরনকে বলেছেন, বিদ্রোহীদের দমাতে সিরীয় সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের স্বপক্ষে এখন পর্যন্ত কোন তথ্য প্রমাণিত হয়নি। 

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুই শীর্ষনেতার মধ্যে টেলিফোন কথোপকথনের সময় পুতিন বলেন, রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা পরিচালিত হয়েছে কিনা কিংবা এর জন্য কারা দায়ী সে সম্পর্কে কোন তথ্য তাদের কাছে ছিল না। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাসীন সরকার গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, এটা প্রায় নিশ্চিত বলে পুতিনকে বোঝানোর চেষ্টা করেন ক্যামেরন। বিদ্রোহীরা এ ধরনের হামলা চালাতে পারে বলে মনে করেন না বৃটিশ প্রধামন্ত্রী।

 তিনি যুক্তি দেখিয়ে বলেন, এ ঘটনার আগে ও পরে ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালিত হয়। তাছাড়া রাসায়নিক হামলার পরপর জাতিসংঘের কর্মকর্তারা পরিদর্শনে যেতে চাইলে, তাদের বাধা দেয়া হয়। ক্যামেরন বলেন, আর তা প্রমাণ করে সিরীয় সরকার কিছু গোপন করতে চেয়েছিল। অবশ্য, ক্যামেরনের ব্যাখ্যায় পুতিন তার অবস্থান থেকে সরে আসেননি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়