Sunday, August 25

জাতীয় পার্টিকে মিছিল করতে দিলো না পুলিশ

জাতীয় পার্টিকে বিক্ষোভ কর্মসূচির মিছিল করতে দিলো না পুলিশ। রাজধানীর তোপখানায় জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মিছিল পণ্ড হয়ে যাওয়ার সেখানে বিপুসংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে দলের নেতাকর্মীদের মধ্যে।
রোববার বিকেলে পার্টি প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের বিপক্ষে মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করার চেষ্টা করে তারা। ওই মিছিলেই বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের সাথে বাক বিতণ্ডার ঘটনা ঘটে।
বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম।---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়