ঢাকা : ওবামার পরিবারে নতুন সদস্য এসেছেন। বেড়ে গেছে হোয়াইট হাউজে একজন বাসিন্দার সংখ্যা। আর সেই সদস্যটি হলেন এক বছর বয়সী নতুন এক পর্তুগিজ কুকুর। হোয়াইট হাউজ কর্তৃপক্ষ এ খবর জানায়।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাসভবনে নিয়ে আসা হল এক বছর বয়সী নতুন এক পর্তুগিজ কুকুর। ওবামা পরিবারে থাকা বো নামে একই প্রজাতির আরেকটি কুকুরের সঙ্গী হিসেবেই নতুন কুকুরটিকে আনানো হয়েছে বলে হোয়াইট হাউজের ওয়েবসাইট থেকে জানা যায়। নতুন কুকুরটির নাম রাখা হয়েছে সানি।
এর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট পরিবারের প্রতি উপহার হিসেবে বোকে পাঠান দেশটির সেনেটর এডওয়ার্ড কেনেডি।--ডিনিউজ
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাসভবনে নিয়ে আসা হল এক বছর বয়সী নতুন এক পর্তুগিজ কুকুর। ওবামা পরিবারে থাকা বো নামে একই প্রজাতির আরেকটি কুকুরের সঙ্গী হিসেবেই নতুন কুকুরটিকে আনানো হয়েছে বলে হোয়াইট হাউজের ওয়েবসাইট থেকে জানা যায়। নতুন কুকুরটির নাম রাখা হয়েছে সানি।
এর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট পরিবারের প্রতি উপহার হিসেবে বোকে পাঠান দেশটির সেনেটর এডওয়ার্ড কেনেডি।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়