Tuesday, August 20

ইতিহাস থেকে শিক্ষা নিন


ঢাকা: বাংলাদেশে জোর করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জনগণের ভালোবাসা ছাড়া ক্ষমতায় থাকা যায় না। তাই আওয়ামী লীগকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘ইতিহাস থেকে শিক্ষ নিন। এর আগে কেউই জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মানুষের ভালোবাসা ও আস্থা না থাকলে ক্ষমতায় থাকা যায় না।’

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক চুলও নড়বেন না প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা জানি আপনারা এক চুলও নড়বেন না। কারণ এক চুল সরে নির্দলীয় নিরপেক্ষ সরকার  আনলে আপনারা ক্ষমতা থেকে যোজন যোজন দূরে চলে যাবেন। তাই আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেদের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করে বিধি বিধান তৈরি করেছেন।’


মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রধানমন্ত্রীসহ সবাই এতো উন্নয়নের কথা বলছেন, তারপরও পাঁচ সিটি নির্বাচনের তাদের ভরাডুবি হয়েছে। তার একটি মাত্র কারণ, সরকার জনগণের চোখের ও মনের ভাষা বুঝতে পারছে না।’

তিনি বলেন, ‘সরকারের ক্ষমতা ধরে রাখার উদগ্র বাসনা দেশকে অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ভয়ঙ্কর দানবীয় শক্তিতে জনগনের ওপর চেপে বসেছে। এ অবস্থা থেকে আমরা মুক্তি চাই।’

বর্তমান সরকার নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা একদলীয় শাসন কায়েম করতে ভিন্ন পথে ক্ষমতায় থাকতে চায়। তারা সংবিধান এমনভাবে সংশোধন করেছে যাতে নির্বাচন না হলেও প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন।  এটা কোনো সংবিধান নয়।’

সংগঠনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরল ইসলাম খান,  ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান,বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু,  নির্বাহী কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন চৌধুরী মনি এমপি প্রমুখ।
     
বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়