Monday, July 8

৬ বছর পর!

মহম্মদপুর (মাগুরা) : মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সালিমুল হক কামাল অবশেষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আসলেন। দীর্ঘ অনুপস্থিতির পর হাঠাৎ করেই রাজনীতির মাঠে পা ফেললেন। পা ফেললেন মাগুরার মহম্মদপুরেও। টানা ৬ বছর পর সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। দীর্ঘ অনুপস্থিতিরি কারণসমূহ তুলে দরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের তৎকালীন আওয়ামীলীগ দলীয় সাংসদ অ্যাডভোকেট আছাদুজ্জামানের মৃত্যুর পর আকস্মাৎ রাজনীতিদে আবির্ভূত হন বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল। ৯৪’র উপ-নির্বাচনে কাজী কামালকে বিএনপি দলীয় মনোনয়ন দিয়ে চমক দেখায়। ওই নির্বাচনে নতুন মুখ মসনদ জয় করেন। যদিও মাগুরার ওই উপ-নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি কাজী কামালকে জয়ী করে বলে অভিযোগ ওঠে। শুদু তাই নয়-দেশে-বিদেশেও এ নিয়ে ঝড় ওঠে।

এরপর ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী কাজী সালিমুল হক কামালকে পরাজিত করে আসন পুনরুদ্ধারন করেন আওয়ামীলীগের অ্যাডভোকেট বীরেন শিকদার।

২০০১ সালের নির্বাচনে বিএনপির কাজী সালিমুল হক কামাল আওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুকে হারিয়ে আসন কব্জায় নিয়ে আসেন।

সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফের পরাজিত করে দ্বিতীয়বারের মতো আসন ফিরিয়ে আনেন আওয়ামীলীগের অ্যাডভোকেট বীরেন শিকদার।

২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন কাজী কামাল। দীর্ঘ ৬ বছর পর ফের রাজনীতির মাঠে এসেছেন তিনি। গত রোববার থেকে কাজী সালিমুল হক কামাল নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ করছেন। রোববার মাগুরার শালিখা উপজেলায় এবং সোমবার মহম্মদপুর উপজেলায় আলাদা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি দ্বিধাবিভক্ত অবস্থায় রয়েছে। পাল্টাপাল্টি কমিটিও রয়েছে। এ অবস্থায় ৬ বছর পর দলের বিদ্রোহী গ্রুপ তাদের কান্ডারিকে কাছে পেয়ে আনন্দে ফেটে পড়েন। উপজেলার ৮ ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী তাই এদিন সমবেত হয়েছিলেন।

টানা ৬ বছর পর হঠাৎ করে রাজনীতির মাঠে কাজী কামালের আগমণকে ঘিরে নানা গুঞ্জনও শোনা যাচ্ছে। কেউ বলছেন- দলের হাই কমান্ড থেকে গ্রীণ সিগন্যাল পেয়ে তিনি মাঠে নেমেছেন। তবে কেউ কেউ বলছেন- কাজী কামাল অতিথি পাখির মতো সুয়োগ সন্ধাণী।__ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়