সিলেটের কানাইঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের সাথে শিবিরের কয়েকজন নেতাকর্মীদের কথা কাটাকাটির জের ধরে আজ সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা মারুফ আহমদের মোটর সাইকেল শিবিরের নেতাকর্মীরা কর্তৃক ভাঙ্গচুরের ঘটনায় লংকাকান্ড ঘটেছে। এর ঝের ধরে বেলা দেড়টার দিকে ছাত্রলীগ টিলাগড় ও তালতলা গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা একত্রিত সশস্ত্র অবস্থায় কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কানাইঘাট বাজারে এসে ইসলামী ব্যাংকের শাখা, এটিএম বুথ ও একটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বাজারের জামায়াত শিবিরের নেতাকর্মীদের কয়েকটি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙ্গচুর করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে টিলাগড় সমর্থিত ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রহমানের সাথে ক্যাম্পাসে আধিপত্য নিয়ে শিবিরের কয়েকজন কর্মীর বাকবিতন্ডা হয়। ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান শিবিরের এক কর্মীকে মারধর করলে একপর্যায়ে শিবিরের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় কলেজে গিয়ে টিলাগড় গ্রুপের নেতাকর্মীদের খুজে না পেয়ে তালতলা গ্রুপের ছাত্রলীগ নেতা মারুফ আহমদের পালসার মোটর সাইকেলটি ব্যাপক ভাঙ্গচুর করে। এ নিয়ে দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা ব্যাপক শক্তি বৃদ্ধি করে পুনরায় কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়, অপর দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মনসুরিয়া পয়েন্টে সশস্ত্র অবস্থান নিলে খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সেখানে গিয়ে সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা দেড়টায় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ থেকে বের হয়ে মিছিল নিয়ে কানাইঘাট বাজারে এসে শিবির সন্দেহে একজনের টিভিএস মোটর সাইকেল ভাঙ্গচুর করে পুড়িয়ে দেয়। তারা এবং ইসলামী ব্যাংক কানাইঘাট শাখা, এটিএম বুথ, আল-মদিনা ক্রোকারিজ, ফ্যাশন বাজার, গ্রামীণ বাজারসহ কয়েকটি প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙ্গচুর করে। এসময় বাজারে আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপান বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দুটি সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে পুনরায় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে আজকের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন প অভিযোগ দায়ের করেনি। প্রসঙ্গত যে, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের দলে ভিড়ানো নিয়ে প্রায়ই ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মহড়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক দেখা দেয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়