সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের পাইকপাড়া হুড়া সাগরের উপর নবনির্মিত ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে প্রধান অতিথি কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ফিতা কেটে ও মোনাজাত করে বাঁশের সাঁকোটি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
মজিবর রহমান বলেন, এই বাঁশের সাঁকোটি পাইকপাড়াসহ আশে-পাশের এলাকার জনগণের অর্থে ও নিঃস্বার্থ শ্রমে নির্মিত হয়েছে। পাইকপাড়া হুড়া সাগরের উপর ৩০০ ফুট লম্বা বাঁশের ব্রীজ নির্মান কাজে যারা সার্বিক সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। সেতু উদ্বোধন শেষে ইফতার মাহফিলে এলাকার বিপুল সংখ্যাক জনগন অংশ গ্রহণ করেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়