Sunday, July 21

খালেদাকে শেষবারের মতো সময় দিল আদালত

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামালায় খালেদা জিয়ার আদালতে উপস্থিতি ও চার্জ শুনানির জন্য সর্বশেষ বারের মতো সময় মঞ্জুর করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা আগামী ১৮ আগস্ট এবং জিয়া অরফানেজ মামলায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা ৩ নম্বর  বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন এই সময়ের আবেদন মঞ্জুর করেন। সম্প্রতি শেষ হওয়া পার্লামেন্ট অধিবেশন এবং খালেদা জিয়ার ইফতার পার্টি নিয়ে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত হতে পারে নাই মর্মে আইনজীবীরা তার পক্ষে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়