:: ময়মনসিংহ প্রতিনিধি ::
জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট শুনই গ্রামে এ সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের মকবুল হোসেন (৫০) নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।
জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট শুনই গ্রামে এ সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের মকবুল হোসেন (৫০) নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।
আহতদের ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামান জানান, ফুলপুর উপজেলার ছোট শুনই গ্রামের মকবুল হোসেনের সাথে জমি নিয়ে পাশের বাড়ির আবুল হোসেনের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার গ্রাম্য সালিশে মকবুলের পক্ষে সুরাহা হয়। খবর পেয়ে আবুল হোসেনের পুত্ররা বুধবার দুপুরে ঐ জমি আবার দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মারা যায় মকবুল হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের লোকজন আবার আবুল হোসেনদের উপর হামলা চালিয়ে আহত করে আরো ৬ জনকে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।---পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়