Wednesday, July 31

অনিশ্চিতায় শ্রমিকদের বেতন

অনিশ্চিতায় শ্রমিকদের বেতন
:: পাবনা প্রতিনিধি ::
অনিশ্চয়তায় রয়েছে পাবনা সুগার মিলের শ্রমিকদের ঈদের বেতন বোনাস। মিলে পড়ে আছে প্রায় ৪৭ কোটি টাকার চিনি। রমজান মাসে এক কেজি চিনিও বিক্রি হয়নি।   
সরেজমিন গিয়ে দেখা যায়, মিলের নিজস্ব উৎপাদিত ছয় হাজার ৩শ’ ৮০ মেট্রিক টন ও নাটোর সুগার মিলের তিন হাজার মেট্রিক টন চিনি নিয়ে রিতিমত বিপাকে পড়েছেন মিল কর্তৃপক্ষ।
মিলের শ্রমিক উজ্জল জানান, পাবনা সুগার মিলের গোডাউনে বিপুল পরিমাণ চিনির স্তুপ পড়ে আছে। গত একমাসে এই মিল থেকে কোনো ডিলার চিনি উত্তোলন করেনি।
মিলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারি মিলে উৎপাদিত চিনির চেয়ে আমদানি করা চিনির দাম কম। তাই মিল থেকে চিনি ক্রয় করছেন না ডিলাররা। চিনি বিক্রি না করা গেলে ঈদুল ফিতরের আগে বেতন বোনাস দেওয়া যাবে কিনা তা নিয়ে মিল কর্তৃপক্ষ দুশ্চিন্তায় রয়েছেন।”
পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, “চিনি বিক্রি করার অনেক চেষ্টা করেও বিক্রি করতে পারছিনা। ঈদের আগে হেড অফিস থেকে বোনাসের ব্যবস্থা করা গেলেও এ মাসের বেতন ঈদের আগে দেওয়া এখনো অনিশ্চিত।”-পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়