Saturday, July 13

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন খালেদা

ঢাকা : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র রমজানের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন।

শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনীতিবিদদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া।

ইফতার মাহফিলে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ অংশ নেননি।

খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন- বিকল্পধারার চেয়াম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, কর্নেল (অব.) অলি আহমেদ, জাপার কাজী জাফর আহমেদ, রুহুল আমিন হাওলাদার, বিজেপির আন্দালিব রহমান পার্থ ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাজির আহমেদ।

এছাড়া ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. কর্নেল, (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জেএসডির আসম আব্দুর রব, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড, আহমেদ আব্দুল কাদের, পিপলস লীগের গরিবে নেওয়াজ, ইসলামিক পার্টির আব্দুল মুবিন, ন্যাপ ভাসানীর আনোয়ারুল হক, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, মুসলীম লীগের এএইচ এম কামরুজ্জামান প্রমুখ ইফতারে অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সোরোয়ারি রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, হেফাজত ইসলামের  মুফতি মো. ওয়াক্কাস, খেলাফত মজলিশের শুরা সদস্য ফরিদ হোসেন, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক  নূর হোসেন কাসেমি, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিশের সুরা সদস্য ফরিদ হোসেন প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়