Friday, June 28

শিগগিরই নওয়াজ সরকারের সঙ্গে আলোচনায় বসবে ভারত

ঢাকা : ভারত খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে বিবদমান বিতর্কিত বিষয়গুলোর সমাধানের জন্য দেশটির নতুন ক্ষমতা নেয়া নওয়াজ শরীফ সরকারের সঙ্গে সংলাপ শুরু করবে।

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শরত সাভারওয়াল দেশটির ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানিয়েছেন।

সাভারওয়াল জানান, ভারত গত দুই বছরে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা আইন শিথিল করেছে। ফলে তারা বর্তমানে ভারতের ১০টি শহর অনায়াসে সফর করতে পারেন।

ভারতীয় হাই কমিশনার বলেন, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা আইন শিথিল করা হয়েছে।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে মওলানা ফজলুর রহমানকে অবহিত করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে গেছে বলে সাভারওয়াল জানান।

উভয় দেশের যে সব কর্মকর্তা ও মহল সম্পর্ক উন্নয়নের এ প্রক্রিয়ায় জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

সাক্ষাতে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ভিসা আইন শিথিল করার জন্য ভারতকে ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি বলেন, এখনো পাকিস্তানি নাগরিকরা সীমান্তে এবং ভারতের ভেতরে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। তিনি এ আইনের জটিলতা আরো সহজ করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়