Friday, June 28

মার্কিন সিনেটে অভিবাসন সংস্কার আইন পাস

ঢাকা : যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার এক ভোটের মাধ্যমে ব্যাপক অভিবাসন সংস্কার আইন পাস করেছে।
 
এর ফলে কাগজপত্রবিহীন এক কোটি ১০ লাখ লোকের মার্কিন নাগরিকত্ব অর্জনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
 
বার্তাসংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামা এই আইন পাসে অভিনন্দন জানিয়েছেন। সিনেটে আইনটি ৬৮-৩২ ভোটে পাস হয়। এই ভোটাভুটিতে ১৪ জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাট পক্ষে যোগ দেন।
 
সিনেটের মেজরিটি লিডার হ্যারি রিড এটিকে ঐতিহাসিক ভোট আখ্যা দেন।
 
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে রিড সিনেট সদস্যদের তাদের ডেস্ক থেকে ভোট দেয়ার আহ্বান জানান। এটি ছিল এক বিরল উদ্যোগ।
 
চার ডেমোক্র্যাট ও চার রিপাবলিকান সদস্য মিলে গঠিত ‘গ্যাং অব এইট’ এই বিলটি প্রণয়ন করেন।
 
এদের একজন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার সাংবাদিকদের বলেন, "আমরা আজ আমাদের অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে বিরাট পদক্ষেপ নিয়েছি।"
 
এই উদ্যোগটি এখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেনটেটিভের অনুমোদন পেতে হবে।
 
তবে গ্যাং অব এইট-এর সিনেটর জন ম্যাককেইন ও শুমার এই গুরুত্বপূর্ণ অভিবাসন সংস্কার আইনটি পাস করার জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্যদের আহ্বান জানিয়েছেন।
 
ওবামা সিনেটের এই ভোটকে স্বাগত জানিয়ে হাউসকেও তাদের অনুসরণের আহ্বান জানিয়েছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়