Thursday, June 6

এক নজরে বাজেট


ঢাকা : ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। এতে অনুন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ১ লাখ ১৩ হাজার ৪৭১ কোটি টাকা। সরকারের অভ্যন্তরীণ ঋণের সুদ ২৬ হাজার ৩ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ ১ হাজার ৭৪০ কোটি টাকা।
অনুন্নয়ন মূলধন ব্যয় ২০ হাজার ৯৭৮ কোটি টাকা, খাদ্য হিসেবে ২৬৩ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম খাতে ব্যয় হবে ১৫ হাজার ৫০৪ কোটি টাকা। 
মোট উন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট থেকে ১ হাজার ৯৩৪ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বহির্ভূত প্রকল্পে ৩ হাজার ১৪ কোটি টাকা, এডিপিতে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা এবং এডিপি বহির্ভূত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে ১ হাজার ৪৫৭ কোটি টাকা।
বিদেশি অনুদানসহ মোট রাজস্বপ্রাপ্তির পরিকল্পনা করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। এর মধ্যে কর রাজস্ব ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ২১৯ কোটি টাকা।
তার মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর ব্যবস্থা থেকে ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর ব্যবস্থা থেকে ৫ হাজার ১২৯ কোটি টাকা ও কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা। বিদেশি অনুদানকে রাজস্ব প্রাপ্তির মধ্যে হিসাব করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের অনুদান প্রত্যাশা করা হয়েছে ৬ হাজার ৬৭০ কোটি টাকা।
বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক অনুদান পাওয়া গেলে নতুন অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, যা মোট জিডিপির ৪ শতাংশ।
বাজেটে ঘাটতি অর্থ জোগাড় করতে দেশের ভেতর থেকে সরকার ঋণ নেবে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা। এক্ষেত্রে ব্যাংক ব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ নেবে ১৪ হাজার ৩৫৫ কোটি ও স্বল্প মেয়াদি থাকবে ১১ হাজার ৬৩৮ কোটি টাকা।
ব্যাংক বহির্ভূত ঋণ থাকছে মোট ৭ হাজার ৯৭১ কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে ৪ হাজার ৯৭১ কোটি ও অন্যান্য উৎস থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়।
বিদেশি উৎস থেকে নতুন অর্থবছরে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এর মধ্যে ৯ হাজার ৩৩১ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধের পর মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকা।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়