নরসিংদী: আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নরসিংদী সরকারী কলেজ ছাত্রলীগের একদল সন্ত্রাসী শহরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা ব্যবসায়ী তুলশী ভূইয়ার ঘর থেকে ২৫ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা ও বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রীসহ কম-বেশী ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভাংচুর করে ক্ষতিগ্রস্থ করেছে প্রায় সমসংখ্যক টাকার সম্পদ। পিটিয়ে আহত করেছে শংকর ভূইয়া নামে এক গৃহকর্তাকে। বুধবার বেলা আড়াইটায় নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নরসিংদী সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। কিছুদিন পূর্বে কলেজে একটি কনসার্ট চলাকালে তুষার গ্রুপের কর্মীরা মাহিন গ্র“পের এক কর্মীকে ছুরিকাঘাতে আহত করে বুধবার তুষার গ্রুপের কর্মীরা কলেজে গেলে মাহিন গ্র“পের কর্মীদের সাথে প্রথমে বচসা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ২০/২৫ জন সশস্ত্র কর্মী বেলা আড়াইটায় তুলশী ভূইয়ার বাড়ীতে হামলা চালায় । তারা প্রথমেই তুলশী ভূইয়ার ঘরে ঢুকে একটি রঙিন টেলিভিশন ভেঙ্গে ফেলে । এরপর তারা লাঠিসোঠা ,রামদা, চাপাতি ইত্যাদি দিয়ে আঘাত করে ঘরের সবকিছু ভেঙ্গে চুরমার করে ফেলে । পরে তারা আলমীরা ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। এসময় তুলশী ভূইয়ার বড় ভাই শংকর ভূইয়া পার্শ্ববর্তীর্ পূজার ঘর থেকে ছুটে এলে সন্ত্রাসীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তারা শংকর ভূইয়ার কক্ষে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে । পরে তারা পার্শ্ববর্তী রুমে ঢুকে নিজস্ব কারখাানায় তৈরী মশারীর ফিতার মজুদাগারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পার্শ্ববর্তী ঘর থেকে তুলশী ভূইয়ার বড় ভাই স্বপন ভূইয়ার ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা লাথি দিয়ে ঘরের গ্রীল গেইট ভাঙ্গার চেষ্টা করলে তার বিশ্ববিদ্যালয় পড়–য়া কন্যা প্রিয়াঙ্কা ভূইয়া ও স্বপন ভূইয়া চীৎকার করতে থাকে। এঅবস্থায় স্বপন ভূইয়া ও তার কন্যা প্রিয়াংকাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই সন্ত্রাসী হামলার ঘটনা শহরের ব্রাহ্মন্দী এলাকার সংখ্যালঘু কয়েকশ পরিবারের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। হামলার পর নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এপর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। (ডিনিউজ)
জানা গেছে, নরসিংদী সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। কিছুদিন পূর্বে কলেজে একটি কনসার্ট চলাকালে তুষার গ্রুপের কর্মীরা মাহিন গ্র“পের এক কর্মীকে ছুরিকাঘাতে আহত করে বুধবার তুষার গ্রুপের কর্মীরা কলেজে গেলে মাহিন গ্র“পের কর্মীদের সাথে প্রথমে বচসা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ২০/২৫ জন সশস্ত্র কর্মী বেলা আড়াইটায় তুলশী ভূইয়ার বাড়ীতে হামলা চালায় । তারা প্রথমেই তুলশী ভূইয়ার ঘরে ঢুকে একটি রঙিন টেলিভিশন ভেঙ্গে ফেলে । এরপর তারা লাঠিসোঠা ,রামদা, চাপাতি ইত্যাদি দিয়ে আঘাত করে ঘরের সবকিছু ভেঙ্গে চুরমার করে ফেলে । পরে তারা আলমীরা ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। এসময় তুলশী ভূইয়ার বড় ভাই শংকর ভূইয়া পার্শ্ববর্তীর্ পূজার ঘর থেকে ছুটে এলে সন্ত্রাসীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তারা শংকর ভূইয়ার কক্ষে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে । পরে তারা পার্শ্ববর্তী রুমে ঢুকে নিজস্ব কারখাানায় তৈরী মশারীর ফিতার মজুদাগারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পার্শ্ববর্তী ঘর থেকে তুলশী ভূইয়ার বড় ভাই স্বপন ভূইয়ার ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা লাথি দিয়ে ঘরের গ্রীল গেইট ভাঙ্গার চেষ্টা করলে তার বিশ্ববিদ্যালয় পড়–য়া কন্যা প্রিয়াঙ্কা ভূইয়া ও স্বপন ভূইয়া চীৎকার করতে থাকে। এঅবস্থায় স্বপন ভূইয়া ও তার কন্যা প্রিয়াংকাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই সন্ত্রাসী হামলার ঘটনা শহরের ব্রাহ্মন্দী এলাকার সংখ্যালঘু কয়েকশ পরিবারের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। হামলার পর নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এপর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। (ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়