Wednesday, June 26

কেভিন রুড ফের দলের প্রধান

ঢাকা : লেবার পার্টির প্রধানের নির্বাচনে হেরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। প্রধান নির্বাচিত হওয়ার দৌড়ে কেভিন রুড গিলার্ডের চেয়ে ১২ ভোট বেশি পেয়েছেন।
 
আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী  রুড ৫৭ ও গিলার্ড ৪৫ ভোট পেয়েছেন । লেবার পার্টি ১৪ সেপ্টেম্বর আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে দলীয় প্রধান নির্বাচন করল।
 
২০১০ সালে কেভিন রুডকে পরাজিত করে দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন জুলিয়া গিলার্ড। এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী হন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়