Friday, June 28

সৌদি আরব সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে অর্থ জোগাচ্ছে : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা : মস্কো সৌদি আরব সহ একসারি দেশকে আহ্বান জানাচ্ছে সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের অর্থ ও অস্ত্র জোগানো বন্ধ করতে। এ সম্বন্ধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আলেক্সান্দর লুকাশেভিচ বলেছেন। তিনি এ সব দেশকে আহ্বান জানিয়েছেন আলাপ-আলোচনার প্রক্রিয়ার কাঠামোতে সিরিয়াবাসীদের নিজেদেরই নিজেদের ভবিষ্যত্ নির্ধারণের সুযোগ দেওয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কঠোর বিবৃতি দিতে বাধ্য হয়েছে ২৫শে জুন জিদ্দায় সাংবাদিক সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার সৌদ আল-ফৈজলের বিবৃতি দেওয়ার পরে। এ বিবৃতিতে, সৌদ আল-ফৈজল, বাস্তবিকপক্ষে, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন সিরিয়ায় ব্যাপক হত্যায় অসীমিত সামরিক সাহায্য দেওয়ার। লুকাশেভিচ বলেন, “আমরা কারুর কাছে জবাবদিহি করতে চাই না – সিরিয়ায় সঙ্কট সম্বন্ধে আমাদের মূলনীতিগত স্থিতি সকলেরই জানা আছে। রাশিয়া গোড়া থেকেই এ দেশে যেকোনো হিংসা বন্ধ করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক মীমাংসা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে”। তিনি জোর দিয়ে বলেন, “এতেই আমাদের ধারার মৌলিক পার্থক্য এ অঞ্চলের কিছু শক্তির সাথে, যারা সিরিয়ার জনগণের রক্তক্ষয় ও দুঃখ-কষ্টের মূল্যে নিজেদের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে চেষ্টা করছে”।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়