Friday, June 28

সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়া খুবই ঝুঁকিপূর্ণ: মারকেল

ঢাকা : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল সতর্ক করে বলেছেন, সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছে অস্ত্র দেয়া খুবই ঝুঁকিপূর্ণ কাজ।  
জার্মান সংসদে দেয়া বক্তব্যে মারকেল আরও বলেছেন, তার দৃষ্টিতে সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়া হবে এত বেশি ঝুঁকি যা হিসাব করে কুল পাওয়া যাবে না।
এর আগে মারকেল বলেছিলেন, জার্মানি কোনো মতেই সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠাবে না। তিনি আরও বলেছিলেন, যে দেশ গৃহযুদ্ধে লিপ্ত সে দেশ নিয়ে অন্যরা যাই করুক না কেন বার্লিন বিদ্রোহীদেরকে অস্ত্র দেবে না।
ব্রিটেন ও ফ্রান্সের চাপে সিরিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর মারকেল এসব মন্তব্য করেন।
এদিকে, গত ২৬ জুন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ জর্দানে অস্ত্র পাঠানো শুরু করেছে। এসব অস্ত্র সিরিয়ার বিদ্রোহীদের কাছে পাঠানো হবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়