সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পালাক্রমে এক প্লাটুন বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। নির্বাচনের দিন ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বিজিবির সদস্যরা টহল শুরু করে। টহলের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জুমান।
তিনি বলেন, প্রাথমিকভাবে রাস্তাঘাট ওয়ার্ড চেনার জন্য টহল দেওয়া হচ্ছে। পালাক্রমে এক প্লাটুন বিজিবি সদস্য টহল শুরু করেছে। তিনি বলেন, নির্বাচনের দিন ৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এর মধ্যে এক প্লাটুন থাকবে রিজার্ভে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়