Thursday, June 13

চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী আটক


চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার চাক্তাই খালপাড় এলাকা থেকে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক পাওয়া  গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের আটক করেছে। আটক পাঁচজন হল, মনসুর (২১), কালু (৩২), এরশাদ (২২), কবির (২৪) এবং জাবেদ (৩২)। আটক পাঁচজন হল, মনসুর (২১), কালু (৩২), এরশাদ (২২), কবির (২৪) এবং জাবেদ (৩২)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ)  মোস্তাক আহমেদ বলেন, ‘আটক পাঁচজন মূলত  টেম্পুচালক। পাশাপাশি এরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।’
বাকলিয়া থানার ওসি এ  কে এম  বেলাল  হোসেন জানান, শামীম নামে এক  টেম্পুচালক ও ছিনতাইকারী চক্রের   হোতা এলজি বন্দুকটি আটক পাঁচজনের কাছে হস্তান্তর করে। শামীমের অস্ত্র  লেনদেনের তথ্য  পেয়ে বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় শামীমকে ধরতে অভিযান চালায়। তবে শামীমকে পাওয়া যায়নি।
তবে শামীমের কাছ  থেকে অস্ত্র নিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য সকালে চাক্তাই খালপাড়ে  বৈঠক করছিল। গোপন সূত্রে ওই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটকের পাশাপাশি শামীমের অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়