ফেনী: ফেনীর দাগনভূঞায় দেড় লাখ টাকার বিনিময়ে নিখোঁজ গৃহবধু বিবি আয়েশা শিল্পীর (২৩) ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার চন্ডিপুর গ্রামের বকশী ব্যাপারীর বাড়ীর সৌদি প্রবাসী হেলাল উদ্দিনের কণ্যা এক সন্তানের জননী বিবি আয়েশা শিল্পীর বিয়ে হয় পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওদু মিয়ার বাড়ির আবুল কালামের সাথে। গত ১ মে স্বামীর বাড়ীর বাগানে রাতের বেলায় চন্ডিপুর গ্রামের আলাউদ্দিন ভূঞা বাড়ীর মৃত ধনা মিযার ছেলে সুজনের সাথে অনৈতিক কাজে ধরা পড়ে। পরের দিন সকালে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করার জন্য বৈঠকে বসলেও মেয়ে পক্ষের কেউ উপস্থিত না হওয়ায় উভয়কে পুলিশে সোপর্দ করা হয়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, বিয়ে দেয়ার শর্তে অভিযুক্ত সুজনের ফুফাত ভাই আনোয়ারের হাতে উভয়কে তুলে দেয়া হয়। ছেলে পক্ষের লোকজন থানায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাসে সুজন ও তার ফুফাত ভাই আনোয়ারের হাতে তুলে দেয় পুলিশ। শিল্পীকে নিয়ে নিজ বাড়িতে আসলে সুজনের প্রথম স্ত্রী বাধা প্রদান করে। অবস্থা বৈগতিক দেখে সুজন শিল্পীকে নিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। দীর্ঘ ৩৫ দিনেও নিখোঁজ গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী জানান, সুজনের অভিভাবক ইউসুফ ও শিল্পীর চাচা শাহাবুদ্দিন দেড় লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসা করেছেন। গত ৩০ মে সমুদয় টাকা পরিশোধ করেছে অভিযুক্তরা। জীবিত না মৃত বিষয়টি এখনো উদঘাটিত হয়নি। অথচ সকলের অগোচরে টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে শাহাবুদ্দিন জানান, দেড় লাখ টাকার বিনিময়ে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছে অভিযুক্তরা। জনৈক সমাজ সেবক জানান, জীবিত হোক আর মৃত হোক দেড় লাখ টাকার চুক্তিতে বিষয়টি মিমাংসা করেছেন। নিখোঁজ শিল্পীর সৎ মা হাসিনা আক্তার মেয়ের খোঁজ পাননি বলে জানান।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়