Thursday, June 6

কসবায় ট্রেনের বগি লাইনচ্যুত : ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: বৃহষ্পতিবার চট্টগ্রাম থেকে সিলেটে গামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া, আখউড়াসহ বিভিন্ন ষ্টেশনে আন্তনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। 
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশনের সন্নিকটে পৌছুলে আকষ্মিক ৩টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত খবর দিলে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর ৩ ঘন্টা পর বিকেল ৪টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়