Wednesday, June 5

ফেনীতে শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার


ফেনী: ফেনীতে মোসাম্মদ সুমি (১৩) নামে এক গৃহপরিচালিকা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি ব্রাহ্মণবাড়িয়া জেলার গরাই থানার সিলি পুর গ্রামের ধন মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফেনী শহরের এলাকাডেমী এলাকার শিবলু সড়কের ফাতেমা নুর ম্যানশানে বাহারাইন প্রবাসী বাবরের ঘরের গৃহপরিচালিকা শিশু মোসাম্মদ সুমিকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে ঘরের লোকজন। দ্রুত তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে শরীরে ও মাথায় পানি দিয়ে কিছুক্ষন পর সে মারা যায়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির একাধিক ব্যক্তি জানান, গৃহপরিচালিকা শিশু সুমিকে প্রায় নির্যাতন করতো ঘরের লোকাজন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ শিবলু ঘটনাস্থলে গিয়ে ঘরের লোকজনের সাথে আলাপ করে মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ শিবলু জানান, সুমিকে গ্রামের বাড়িতে যেতে না দেয়ায় অভিমান করে ড্রইং রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। সুমির তিন বোন প্রবাসী বাবরের তিন ভাই বোনের বাড়িতে কাজ করে। সুমি নিহত হওয়ায় বাবা ধন মিয়া কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। 
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী শিশু গৃহপরিচালিকার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও ময়নাতদন্তের রির্পোট হাতে পাওয়ার আগে কিছু বলতে অপারোগতা প্রকাশ করেছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়