নয়াদিল্লি: দলের ভাবধারা ক্ষুন্ন করার অভিযোগ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস পাঠালো অসম গণ পরিষদের (অগপ) যুব শাখা।
মে মাসে ভারতের এক মার্কিন কূটনীতিকের সঙ্গে রাহুল গান্ধীর ২০০৬ সালের কথোপকথন ফাঁস করে বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকস। প্রতিবেদন অনুযায়ী, রাহুল ওই কূটনীতিককে জানিয়েছিলেন, তার বাবা প্রয়াত রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকা কালে, অর্থাৎ ১৯৮৪-১৯৮৯ সালে অসমে একটি বিচ্ছিন্নতাবাদী দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়।
কংগ্রেস সহ-সভাপতির এই মন্তব্যে অগপ কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয়। সাবেক মুখ্যমন্ত্রী ও দলের সভাপতি প্রফুল্লকুমার মোহন্ত রাহুলের মন্তব্যের কঠোর নিন্দা করেন।
প্রফুল্লকুমার মোহন্ত বলেন, “এ ব্যাপারে সমুচিত জবাব দিতে আইনজীবীর পরামর্শ নেওয়া হবে।”
বুধবার অগপ যুব পরিষদের সভাপতি কিশোর উপাধ্যায় বলেন, “ওই মন্তব্যের জন্য রাহুল ক্ষমা না-চাইলে তাঁর বিরুদ্ধে দলের ভাবমূর্তি কলুষিত করার জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে। অসমে বিদেশিদের বিরুদ্ধে বিক্ষোভে আমাদের দলের সদস্যদের অবদান রয়েছে।” (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়