ঢাকা : আরব আমিরাতের শারজায় গাড়ির পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
গত ৪ জুন মধ্যরাতে শাহজাহ আলী মুছা নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই দোকানের পাশে একটি কীটনাশক কারখানা ছিল।
নিহতদের ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শরীয়তপুর নাড়িয়া থানার জাকির হোসেন, বাচা মিয়া ও মিজানুর রহমান। পালং থানার আকবর বেপারী, আলী আকবর দেওয়ান ও আল আমীন।
শারজাহ সিভিল ডিফেন্সের ডিরেক্ট্রর জেনারেল বিগ্রেডিয়ার আব্দুল্লাহ-আল সোয়াদি জানান, নিহতদের মরদেহ শারজাহ আল-কাসেমী ও আল-কুয়েতি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, দোকানের পাশে শুকনো কাঠ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রুপ ধারণ করে। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর শারজাহ আল-সাজা পুলিশ তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে তিনি জানান।
দুবাই নিযুক্ত বাংলাদেশর কন্সুলেটের প্রথম সচিব নাসরিন জাহান দুর্ঘটনার সত্যতা স্বীকার বরে বলেন, নিহতের প্রকৃতি সংখ্যা কতো তা স্থানীয় প্রশাসনের তদন্ত রিপোর্টের পর বলা যাবে। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়