Thursday, June 6

সিলেটে দেশের প্রথম বাঁশ উদ্যানের যাত্রা শুরু

সিলেট: সিলেটে দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান (ন্যাশনাল ব্যাম্বু পার্ক) এর যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী সিলেট শহরতলীর বিমানবন্দর এলাকায় ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউটের ভেতরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মেচান করে উদ্যানের উদ্বোধন করেন।
যাত্রা শুরু কালে দুর্লভ ও বিপন্ন হয়ে পড়া দেশি-বিদেশি ২৪টি জাতের ৭০০ বাঁশের চারা রোপণ করা হয়।  
জানা গেছে, ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন’ প্রকল্পের আওতায় সিলেট শহরতলীর বিমানবন্দর এলাকায় ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট (এফএসটিআই) চত্বরে টিলা শ্রেণীর তিন একর জায়গাজুড়ে এ উদ্যান গড়ে তোলা হয়েছে। এতে রয়েছে নানা জাত আর বাহারি নামের বাঁশ।

উদ্বোধন শেষে প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী সাংবাদিকদের বলেন,  সিলেট বৃষ্টিপ্রবণ হওয়ায় পরিবেশগত অনুকুল বৈশিষ্ঠের কারণে সিলেটে এই উদ্যানের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, সিলেটে যত প্রজাতির বাঁশ আছে বাংলাদেশের আর কোথায় এতো প্রজাতির বাশ নেই। কিন্তু ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বাশেঁর প্রজাতি।

সিলেটের বাঁশ উদ্যান পর্যটন বিকাশে ও উদ্বিদ বিজ্ঞান-জীববিজ্ঞান শিক্ষার্থীদের গবেষণার একটি কেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন দেশের প্রধান বন সংরক্ষক।

তিনি বলেন, পর্যটন এলাকা সিলেটের পর্যটন বৈচিত্রে ও মানুষের চিত্তবিনোদনে বাঁশঝাড় রাখতে পারে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজনে একসঙ্গে সব প্রজাতির বাঁশ একই স্থানে পাওয়ার একটি সুযোগও তৈরী হলো।

দেশে বনায়নের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশে বনায়ন ধ্বংসের পরিমাণ ১ দশমিক ৩ ভাগ। প্রতিবছর এই বনায়ন করতে হলে প্রয়োজন ৫০০ কোটি টাকা। যা বাজেটে দেওয়া হয় না।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, উপ-প্রধান বন সংরক্ষক হারাধন বণিক, বন সংরক্ষক (কেন্দ্রীয় অঞ্চল) শফিউল আলম চৌধুরী, ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট-এর পরিচালক মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া সহ বনবিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত এ উদ্যান জাতীয় পর্যায়ের প্রথম কোনো উদ্যোগ।

জানা গেছে, সিলেট অঞ্চলে পাহাড়-টিলা-বনের প্রাকৃতিক সমৃদ্ধির ফলে বাঁশের ব্যাপক উৎপাদন রয়েছে। কিন্তু সুষ্ঠু তদারকি না থাকায় নানা নাম আর জাতের বাঁশ ক্রমে বিলুপ্ত হয়ে পড়ছে। এ বিলুপ্তি ঠেকাতে ও বাঁশের উৎপাদন জনপ্রিয় করতে সিলেট বন বিভাগের তত্ত্বাবধানে চলতি অর্থবছরের একটি প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন রূপ হচ্ছে জাতীয় বাঁশ উদ্যান।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়