রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ দুই শতাধিক গ্রাহকদের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন। এতে আগামী দিনগুলোতে যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ দেয়ারও আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার রায়পুর-চাঁদপুর সড়ক ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কের লেংড়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুদ্ধ পৌরবাসী ও ব্যবসায়ীরা বিকেল ৫টা থেকে দুই ঘন্টা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে শতশত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরে আরেক গ্রুপ উপজেলা নির্বাহী কার্যালয়ে ঘেরাও করে। উপজেলা, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিদ্যুৎ কর্তৃপক্ষ, পুলিশ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ ক্ষুব্ধ গ্রাহকদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত গ্রাহকরা বলেন, দিনের দুই ঘন্টা বিদ্যুৎ থাকে। অন্য সময়গুলোতে থাকেনা। কানসার্টের মতো যেন কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। অন্য উপজেলার মতো বিদ্যুতের সরবরাহ সমান হারে বন্টন, পৌরবাসীকে বেশি সুবিধা দেওয়াসহ রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ দেওয়ার জন্য দাবি জানান।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম শিবু লাল বসু, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক এড. মনিরুল ইসলাম হাওলাদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, আ.লীগ নেতা শহিদ উল্যা বিএসসি, হারুনুর রশিদ, জামশেদ কবির বাকি বিল্লাহ, রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ জাকির হোসেন ও ব্যবসায়ী নেতা ইমাম হোসেন প্রমূখ।
এসময় ক্ষুব্ধ গ্রাহকদের জবাবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম শিবু লাল বসু বলেন, নোয়াখালী গ্রিড থেকে রায়পুর উপজেলার জন্য কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাছাড়া এ উপজেলায় একটি সাব ষ্টেশন না থাকায় বিদ্যুতের বেশি লোডশেডিং হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই এ সমস্যা নিরসন হবে বলে তার আশাবাদ।(ডিনিউজ)
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার রায়পুর-চাঁদপুর সড়ক ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কের লেংড়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুদ্ধ পৌরবাসী ও ব্যবসায়ীরা বিকেল ৫টা থেকে দুই ঘন্টা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে শতশত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরে আরেক গ্রুপ উপজেলা নির্বাহী কার্যালয়ে ঘেরাও করে। উপজেলা, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিদ্যুৎ কর্তৃপক্ষ, পুলিশ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ ক্ষুব্ধ গ্রাহকদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত গ্রাহকরা বলেন, দিনের দুই ঘন্টা বিদ্যুৎ থাকে। অন্য সময়গুলোতে থাকেনা। কানসার্টের মতো যেন কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। অন্য উপজেলার মতো বিদ্যুতের সরবরাহ সমান হারে বন্টন, পৌরবাসীকে বেশি সুবিধা দেওয়াসহ রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ দেওয়ার জন্য দাবি জানান।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম শিবু লাল বসু, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক এড. মনিরুল ইসলাম হাওলাদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, আ.লীগ নেতা শহিদ উল্যা বিএসসি, হারুনুর রশিদ, জামশেদ কবির বাকি বিল্লাহ, রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ জাকির হোসেন ও ব্যবসায়ী নেতা ইমাম হোসেন প্রমূখ।
এসময় ক্ষুব্ধ গ্রাহকদের জবাবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম শিবু লাল বসু বলেন, নোয়াখালী গ্রিড থেকে রায়পুর উপজেলার জন্য কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাছাড়া এ উপজেলায় একটি সাব ষ্টেশন না থাকায় বিদ্যুতের বেশি লোডশেডিং হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই এ সমস্যা নিরসন হবে বলে তার আশাবাদ।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়