ঢাকা: শনিবার অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন নির্বাচন মহাজোট সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘চার সিটি নির্বাচনে সেনা মোতায়েন এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। শনিবার প্রমাণিত হবে, নির্বাচন কমিশন স্বাধীন কি না। একই সঙ্গে সরকারের নিরপেক্ষতার পরীক্ষা হবে।’
তিনি বলেন, ‘সরকার ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী মোতায়েন করেনি। তাদের মনে যদি ভোট কারচুপির দূরভিসন্ধি না থাকে তাহলে সেনা মোতায়েনে এতো ভয় কেন?’
মওদুদ বলেন, ‘দেশের মানুষকে যদি ভোট দেয়ার অধিকার থেকে যদি বঞ্চিত হয় তবে তারা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অনেক পার্থক্য রয়েছে। চলমান আন্দোলনে গতি বাড়ানোর জন্যই বিরোধী দল সিটি নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এন এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।(ডিনিউজ)
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘চার সিটি নির্বাচনে সেনা মোতায়েন এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। শনিবার প্রমাণিত হবে, নির্বাচন কমিশন স্বাধীন কি না। একই সঙ্গে সরকারের নিরপেক্ষতার পরীক্ষা হবে।’
তিনি বলেন, ‘সরকার ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী মোতায়েন করেনি। তাদের মনে যদি ভোট কারচুপির দূরভিসন্ধি না থাকে তাহলে সেনা মোতায়েনে এতো ভয় কেন?’
মওদুদ বলেন, ‘দেশের মানুষকে যদি ভোট দেয়ার অধিকার থেকে যদি বঞ্চিত হয় তবে তারা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অনেক পার্থক্য রয়েছে। চলমান আন্দোলনে গতি বাড়ানোর জন্যই বিরোধী দল সিটি নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এন এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়